IQNA

ফিলিস্তিনি হত্যায় মিশরীয় উপস্থাপকের দম্ভোক্তি

23:30 - September 29, 2020
সংবাদ: 2611557
তেহরান (ইকনা): মিসরের জলসীমায় ঢুকে পড়া ফিলিস্তিনির দুই মৎস্যজীবীকে মিসরের নৌবাহিনী হত্যা করার পর তা নিয়ে দম্ভোক্তি প্রকাশ করেছেন মিশরের সরকারপন্থী টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপক আহমেদ মুসা।

ফিলিস্তিনি হত্যায় মিশরীয় উপস্থাপকের দম্ভোক্তিএ সময় তিনি বলেন, যারা মিশরের সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে, তাদের কেটে টুকরো টুকরো করে দেয়া হবে। আমরা কাউকে বিরক্তি করছি না; কারো সঙ্গে লড়াইয়েরও সময় এটা না।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ওই দুই মৎস্যজীবী মিসরের জলসীমায় ঢুকে পড়লে তাদের হত্যা করে মিসরের নৌবাহিনী।

এ প্রসঙ্গে ওই উপস্থাপক আরও বলেন, সীমান্ত হলো সবার জন্য বিপদসীমা। কেউ যদি তা অতিক্রম করতে চায়, তবে তাকে ফেরত যেতে দেয়া হবে না। আমি কি বলছি, হামাসকে তা বুঝতে হবে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) দুই ফিলিস্তিনি মৎস্যজীবী মিশরীয় জলসীমায় ঢুকলে তাদের গুলি করে হত্যা করা হয়। শুক্রবার আরেক মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। গাজা মৎস্যজীবী ইউনিয়নের প্রধান নিজার আয়াশ বলেন, ওই মৎস্যজীবীদের নৌকাকে ধাওয়া করে তাদের প্রকাশ্যে গুলি করে হত্যা করে মিসরীয় নৌবাহিনী।
সূত্র:somoynews

captcha