IQNA

ইমাম আলী (আ.)এর মাযারে আরবাইনের জায়েরগণ + ছবি

20:32 - October 03, 2020
সংবাদ: 2611575
তেহরান (ইকনা): এ বছর করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের পদযাত্রা কেবল ইরাকি নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। তবে পূর্ববর্তী বছরের মতো এবারও নাজাফ আশরাফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার থেকে প্রতিদিন সহস্রাধিক জায়ের পায়ে হেটে কারবালার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।

ইরাকের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলো থেকে পদযাত্রায় অংশগ্রহণকারী জায়েরগণ প্রথমে নাজাফ আশরাফে ইমাম আলী (আ.)এর মাযার জিয়ারত করেন এবং সেখান থেকে পায়ে হেটে কারবালার দিকে রওয়ানা হন।

জিয়ারতকারীদের সেবা কর্মীদের সদস্য ফাতেহ আল-কারমানি এ ব্যাপারে বলেন: জিয়ারতকারীদের সেবা কর্মীদের সদর দফতর আরবাইন উপলক্ষে জিয়ারতকারীদের স্বাগত জানাতে এবং "ইমাম আলী (আ.)এর মাজার এবং জিয়ারতকারীদের সেবা করা আমাদের জন্য সম্মানের বিষয়" এই স্লোগান দিয়ে একটি রোডম্যাপ সংকলন করেছে।

তিনি বলেন: এই সদর দফতর ইমাম আলী (আ.)এর মাযারের বাহিরে “ছাওয়ারুল তিফ”, “আবনাউন নাজাফুল আশরাফ” এবং “বাতলুল খাইবার” সহ বেশ কয়েকটি মৌকেব (জিয়ারতকারীদের সেবা দান ও আপ্যায়নের স্থান) স্থাপন করেছে। এছাড়াও হযরত ফাতিমা (সা. আ.) নামক কেন্দ্রীয় বেকারি এর সহযোগিতায় রয়েছে।

এই দফতরের অপর এক সদস্য সাইয়্যেদ আহমাত আত-তালেকানী বলেন: আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণকারীদের সেবার জন্য ইমাম আলী (আ.)এর মাযারের ফাতিমা জাহরা (সা. আ.) নামক প্রাঙ্গণ প্রস্তুত রয়েছে। iqna

captcha