IQNA

সম্পর্কের নামে ইসরাইলের প্রতারণা, তীব্র নিন্দা তুরস্কের

0:02 - October 05, 2020
সংবাদ: 2611588
তেহরান (ইকনা): ইসরাইল আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে নিছক প্রতারণা করেছে বলে জানিয়েছে তুরস্ক। এ ছাড়া ফিলিস্তিনিদের দখলকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ ইসরাইলি বসতির অনুমোদন দেয়ায় তীব্র নি'ন্দা জানিয়েছে তুরস্ক। রোববার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিম তীরে অতিরিক্ত বসতি নির্মাণে অনুমোদন দিয়েছেন, এতে নতুন করে প্রমাণিত হয় এই দেশটির দ'খ'লদারিত্বের আদর্শ; যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রে'জ্যুলে'শনের প্রতি অসম্মান।

''এতে প্রমাণিত হয় ইসরাইল তার সং'যু'ক্তকরণ নীতি পরিত্যা'গ করেনি। সম্প্রতি দাবি করা হয়েছিল, ইসরাইলের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্ক স্বা'ভাবিকীক'রণের চু'ক্তি বাস্তবায়নের ফলে সংযু'ক্তকরণ নীতি স্থ'গিত থাকবে, তবে এটি পরিস্কারভাবে দেখা যাচ্ছে নি'ছ'ক প্রতা'রণা।''

ইসরাইলের এমন অ'বৈ'ধ পদক্ষেপ তুরস্ক সমর্থন করে না। ফিলিস্তিনি জনগণের অধিকার ও তাদের স্বাধীনতার ওপর ইসরাইলের আ'ক্র'মণ থেকে পরিত্রাণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আহ্বান জানায় তুরস্ক। ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে সবসময়ের জন্য রয়েছে এবং তাদের সমর্থন করছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের চু'ক্তি হয়। এতে মধ্যা'স্থতা করে ট্রাম্প প্রশাসন। সেই সময়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিলিস্তিনের বিষয়ে ইসরাইল তার সংযু'ক্তকরণ নীতি স্থগিত করেছে।
সূত্র: ইয়েনি শাফাক/ mtnews24

captcha