IQNA

করোনার ছায়ায় প্রথম ওমরাহ

20:06 - October 05, 2020
সংবাদ: 2611591
তেহরান (ইকনা): করোনার মহামারীর শুরু থেকেই পবিত্র কাবা ঘরের জিয়ারত বন্ধ ছিল। তবে দীর্ঘ সাত মাস পর ৩০ শতাংশ জায়েরদের নিয়ে আধ্যাত্মিক রীতিতে ওমরা শুরু হয়েছে। এই পর্যায়ে, দৈনিক সৌদি আরবের ৬ হাজার নাগরিক ওমরাহ আদায় করতে পারবেন।

 

এভাবে দু’সপ্তাহ অতিবাহিত হওয়ার পর হাজিদের সংখ্যা ৭০ শতাংশে বৃদ্ধি করা হবে। সৌদি কর্মকর্তাদের মতে, ওমরাহ চলাকালীন সময় মসজিদুল হারাম দিনে ১০ বার নির্বীজিত হচ্ছে। এছাড়াও হাজিদের হাজারুল আসওয়াদ ও ক্বাবা ঘরে হাত দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে এবং জমজমের পানি বোতলে করে হাজিদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

 
captcha