IQNA

খাবার নিয়ে মারামারি করে ২১ ইসরাইলি সেনা হাসপাতালে

23:14 - October 14, 2020
সংবাদ: 2611636
তেহরান (ইকনা): একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুপুরের খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে মা'রামা'রা করে ২১ ইসরাইলি সেনা আহত হয়েছেন। তাদের সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। অধি'কৃত জিভন্তি পদাতিক ব্রিগেডের কেটিজিওট প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সেখানে দুটি আলাদা কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য ঘাঁ'টিতে অবস্থান করছিল। সেনা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানায়, রোববার তারা খাবারের জন্য লাইনে দাঁড়ালে বেদুইন ৫৮৫তম গোয়েন্দা ইউনিটের সদস্যদের সঙ্গে সাকেড ব্যাটালিয়ন কোম্পানির সদস্যদের কথা কা'টাকা'টি হয়। এক পর্যায়ে দু'দলের মধ্যে মা'রামা'রি শুরু হয়।

এ সময় মা'রামা'রিতে দুই দলের প্রায় ৩০ জন সেনাসদস্য জড়িয়ে পড়েন। এর মধ্যে ২১ জন আহ'ত হন। পরে ট্রেনিং কমান্ডার এসে তাদের এই মা'রামা'রি থামান। মা'রামা'রির এক পর্যায়ে সেনাদের কেউ কেউ অ'স্ত্রে গু'লি ভরে ফেলেন। আহ'তদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজন হাসপাতালে পুনরায় মা'রামা'রিতে লি'প্ত হন।

সে সং'ঘ'র্ষ দ্রুত থামিয়ে দেন একজন কমা'ন্ডার। ইসরাইলি সামরিক বা'হি'নী মা'রামা'রির ঘ'টনাটি খুবই অস্বাভাবিক ও মা'রা'ত্মক বলে বর্ণনা করেছে। তারা বলছে, এই ঘ'টনায় জড়িত প্রত্যেক সেনাসদস্যকে শা'স্তির আওতায় আনা হবে। ইহুদিবাদী ইসরাইলের সাম'রিক বা'হি'নী বলেছে, এই সং'ঘ'র্ষ থামাতে যেসব কমা'ন্ডার ব্য'র্থ হয়েছেন তাদের বি'রু'দ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সাম'রিক প্রশিক্ষণ থেকে দুই কোম্পানিকেই সাময়িকভাবে বহি'ষ্কার করা হয়েছে। এ ঘ'টনায় তদ'ন্ত চলছে বলেও জানানো হয়। ৫৮৫ ইউনিটটি বেদুইন ও আরব খ্রিস্টানদের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত। আনুমানিক ১৫০০ বেদুইন বর্তমানে ইসরাইল সেনাবা'হি'নীতে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর।
সূত্র: mtnews24

captcha