IQNA

আগামী রোববার থেকেই উঠে যাচ্ছে অস্ত্র কেনা-বেচার বাধা: ড. রুহানি

20:49 - October 14, 2020
সংবাদ: 2611638
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দীর্ঘ ১০ বছরের অন্যায় অস্ত্র নিষেধাজ্ঞার অবসান হতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর রোববার। তিনি আজ (বুধবার) মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

রুহানি বলেন,১৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পরাজয়ের দিন। কারণ তারা দীর্ঘ চার বছর ধরে চেষ্টা চালাচ্ছে যাতে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার অবসান না হয়। কিন্তু মার্কিন সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আগামী রোববার থেকে ইরান যার কাছ থেকে ইচ্ছা অস্ত্র কিনতে পারবে এবং যার কাছে ইচ্ছা অস্ত্র বিক্রি করতে পারবে। পার্সটুডে

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা একের পর এক ব্যর্থ হচ্ছে। প্রকৃতপক্ষে ইরান, ফিলিস্তিন, ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে কোনো ধরণের সাফল্য অর্জন করতে পারেনি মার্কিন সরকার।

ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অপকর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছিল তারা দায়েশ বা আইএস-কে নির্মূল করতে এই অঞ্চলে এসেছে। কিন্তু তারা কিছুই করেনি। ইরাক, সিরিয়া এবং আমাদের যোদ্ধারা আইএস'র বিরুদ্ধে লড়েছে এবং তাদের পতন ঘটিয়েছে।  iqna

captcha