IQNA

১৩টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দিল সংযুক্ত আরব আমিরাত

0:03 - November 26, 2020
সংবাদ: 2611872
তেহরান (ইকনা): ১৩টি দেশের নাগরিককে নতুন ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত। দেশগুলোর মধ্যে অধিকাংশ মুসলিমপ্রধান দেশ। রয়েছে তুরস্ক, ইরান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া এবং ইয়েমেন। আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের ইস্যু করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজনেস পার্কে পরিচালিত কোম্পানিগুলোকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। তার একটি প্রতিলিপি যাচাই করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অভিবাসনসংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানানো হয়, ১৮ নভেম্বর থেকে এটি বাস্তবায়ন হচ্ছে। রয়টার্স জানায়, ১৩টি দেশের নাগরিকদের নতুন করে আমিরাতে ভ্রমণ এবং চাকরির ভিসা স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। ভিসা বন্ধের তালিকায় আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান, তিউনিশিয়ার নাগরিকরাও রয়েছে। কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত তা জানা যায়নি।

সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ নিষেধাজ্ঞার কোনও ব্যতিক্রম হয়নি। কিছু অবহিত সূত্র বলছে, সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে আর ভিসা প্রদান করা হবে না।

সংযুক্ত আরব আমিরাতের আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি এ বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি। তবে, সম্ভবত করোনার বিস্তার বা ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে উদ্বেগের কারণে সংযুক্ত আরব আমিরাত এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। iqna

 

 

captcha