IQNA

আফগানিস্তানের পূর্বাঞ্চলে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ; বহু হতাহত

0:03 - November 30, 2020
সংবাদ: 2611889
তেহরান (ইকনা): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গাজনি এবং জাবুল প্রদেশে পৃথক দুটি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ; বহু হতাহতগাজনি প্রদেশের কর্মকর্তা ঘোষণা করেছেন: কুন্দাক ঘাঁটির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

এদিকে গজনি প্রদেশের হাসপাতালের প্রধান বাজ মোহাম্মদ হেম্মাত বলেছেন: গজনী শহরের তৃতীয় সুরক্ষিত "কালা-ই-জাওজ" এলাকায় গতকাল (রবিবার, ২৯শে নভেম্বর) সকালে এক শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১৭ জন সদস্য আহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন: গতকাল সকাল ৭:৩৭ মিনিটে এক শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। গাজনি প্রদেশের দেহিক এলাকায় এক রাস্তায় বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ হয়।

এছাড়াও আফগানিস্তানের জাবুল প্রদেশের কোলাত শহরে অপর একটি বিস্ফোরণ ঘটে। জাবুল প্রদেশের প্রাদেশিক পরিষদের চেয়ারম্যান আতা জান হক্ব বায়ানের গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই হামলায় হতাহতের সংখ্যা ঘোষণা করা হয়নি।

তুলু নিউজ এজেন্সি হক্ব বায়ানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে: এই হামলায় তিনি এবং তার তিনজন আত্মীয় আহত হয়েছেন। iqna

 

captcha