IQNA

গৃহহীনদের জন্য কানাডার ইসলামী দাতব্য সংস্থা সহায়তা

0:03 - December 14, 2020
সংবাদ: 2611958
তেহরান (ইকনা): কানাডার বৃহত্তম ইসলামী দাতব্য সংস্থা শীতকালে গৃহহীনদের সহায়তার জন্য বার্ষিক প্রচারণা শুরু করছে।

ইসলামিক রিলিফ কানাডা এই অভিযানের চতুর্থ বছরে ১৪ টি শহর থেকে ২৩ টি শহরে তার কার্যক্রম বাড়িয়েছে। এই প্রচারণার মূল উদ্দেশ্য হচ্ছে শীতকালে গৃহহীনদের সহায়তা প্রদান করা।

এই সংগঠনের জনসংযোগ ব্যবস্থাপক রেইহানে প্যাটেল বলেছেন: যারা রাস্তায় থাকেন তাদের জন্য শীতকাল সবচেয়ে খারাপ সময়। কারণ তাদের নিকটে শীতকালীন সুবিধা এবং স্বাস্থ্য সংক্রান্ত পণ্যসমূহ যথেষ্ট পরিমাণে নেই। বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণের অনেক পরিবারেরই এই সাহায্যের প্রয়োজন রয়েছে। তাই এই বছর আমরা শীতের শুরুতে আরও বেশ অঞ্চল জুড়ে এই সহায়তা বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।

ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ইসলামী ত্রাণকর্মী এবং স্বেচ্ছাসেবীরা প্রতিটি শহরে কম্বল, স্লিপিং ব্যাগ, জ্যাকেট, মোজা এবং স্বস্থপণ্যসহ মোট ৪৫০০ শীতের প্যাকেজ গৃহহীনদের মধ্যে বিতরণ করবে। এছাড়াও সারাদেশে আশ্রয়কেন্দ্রগুলিতে মাস্ক, ফেস শিল্ড এবং জীবাণুনাশকের সমন্বয়ে ৫ হাজারের অধিক বেশি স্বাস্থ্য পণ্য বিতরণ করা হবে। এছাড়াও দুস্থ পরিবারবর্গের মাঝে ৪ হাজার প্যাকের গরম খাবার বিতরণ করা হবে।

ইসলামিক রিলিফ কানাডা একটি বেসরকারি, ইসলামী সংস্থা যা মানবিক সহায়তা ও ক্ষমতায়নের জন্য ৩০ টিরও বেশি দেশে সক্রিয়ভাবে কাজ করছে। iqna

 

captcha