IQNA

আফগানিস্তানে বাগরাম মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

16:10 - December 19, 2020
সংবাদ: 2611981
তেহরান (ইকনা): আফগানিস্তানের পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ঘোষণা করেছেন: আজ সকালে আফগানিস্তানে অবস্থিত আমেরিকান বাহিনীর প্রধান ঘাঁটি বাগরাম বিমানবন্দরে রকেট আঘাত হেনেছে।

আফগানিস্তানের পারওয়ানের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার ঘোষণা করেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তিচুক্তি স্বাক্ষরের পর প্রথমবারের মতো আজ সকালে বাগরাম বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে।

ওয়াহিদা শাহকার মিডিয়াকে বলেছেন: একটি গাড়ীতে বারোটি রকেট ফিট করা হয়েছিল এবং এর মধ্যে পাঁচটি বাগরাম বিমানবন্দরে নিক্ষেপ করা হয়েছে এবং বাকী সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পূর্বেই আফগান নিরাপত্তা বাহিনী তা নস্যাৎ করেছে।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি, তবে সাম্প্রতিক দিনগুলোয় তালেবানের বিরুদ্ধে কান্দাহারে মার্কিন বিমান হামলা চালিয়ে যাওয়ার পর এই দলটি হুঁশিয়ারি দিয়েছে যে তালেবানদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা অব্যাহত থাকলে তারা প্রতিশোধ নেবে।

এদিকে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গজনী প্রদেশের গিলান শহরে কুরআন খতম ও দোয়া মাহফিল চলাকালীন সময় ভয়াবহ বিস্ফোরণে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে কাবুলে দুটি রকেট হামলা চালানো হয়েছে। প্রথম হামলায় ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন এবং দ্বিতীয় রকেটে হামলায় একজন মহিলা নিহত ও দুজন আহত হয়েছেন। iqna

captcha