IQNA

বিশ্বখ্যাত ক্বারি "শাহাত আনোয়ার"-এর অপ্রকাশিত ছবি

20:58 - January 10, 2021
সংবাদ: 2612093
তেহরান (ইনকা): ইসলামী বিশ্বের বিখ্যাত ক্বারি শাহাত মোহাম্মদ আনোয়ারের মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে তাঁর অপ্রকাশিত কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

 

ইসলামী বিশ্বের বিখ্যাত ক্বারির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরানী ক্বারিদের সাথে তাঁর কিছু ছবি প্রকাশ করা হয়েছে। মিশররে এই প্রসিদ্ধ ক্বারি ইরানীদের কাছে বেশ জনপ্রিয়। প্রথমবারের মতো ইরানী ক্বারিদের সাথে তার কিছু ছবি প্রকাশ করা হয়েছে। 
 
 
ইরানের প্রবীণ শিক্ষক এবং ক্বারি মোহাম্মদ আলী দেহদাশতি ১৯৮৯ সালে মালদ্বীপে প্রথমবারের মতো শাহাত মোহাম্মদ আনোয়ারের সাথে সাক্ষাত করেন। তখন তিন শাহাত আনোয়ারের নিকট হতে ঠিকানা ও টেলিফোন সংগ্রহণ করেন এবং পরবর্তীতে ইরানের এন্ডোমেন্ট ও দাতব্য সংস্থার আমন্ত্রণে তিনি ১৯৯০ সালে প্রথমবারের মতো ইরান ভ্রমণ করেন। iqna
 
ইরানী প্রসিদ্ধ ক্বারি মোহাম্মাদ আলী দেহদাশতী এবং মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত আনোয়ার
ইরানী প্রসিদ্ধ ক্বারি মোহাম্মাদ আলী দেহদাশতী এবং মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত আনোয়ার
শাহাদ যামানী, শাহাত আনোয়ার এবং আনোয়ার শাহাত -২০০৫
শাহাদ যামানী, শাহাত আনোয়ার এবং আনোয়ার শাহাত -২০০৫
শাহাত আনোয়ার ও মোস্তফা ইয়াদেগরী – ২০০৫
শাহাত আনোয়ার ও মোস্তফা ইয়াদেগরী – ২০০৫
মালদ্বীপে ১৯৮৯ সালে ইরানী প্রসিদ্ধ ক্বারি মোহাম্মাদ আলী দেহদাশতী এবং মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত আনোয়ার
মালদ্বীপে ১৯৮৯ সালে ইরানী প্রসিদ্ধ ক্বারি মোহাম্মাদ আলী দেহদাশতী এবং মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত আনোয়ার
captcha