
হাশদ আশ-শাবির উপদেষ্টা ঘোষণা করেছেন: গতকাল সকালে বাগদাদে যে দু’জন আত্মঘাতী হামলা চালিয়েছে, তার মধ্যে একজন সৌদি আরবের নাগরিক।
বাগদাদের কেন্দ্রীস্থালে এই হামলার ফলে নিহতের সংখ্যা বেড়ে ৩২ দাঁড়িয়েছে এবং ১১০ জন আহত হয়েছেন।
বিস্ফোরণের পরে ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা কাজেমী জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন।
মাওয়াজিন নিউজ জানিয়েছে, পরাপর দুটি বিস্ফোরণের পর বাগদাদের গ্রিন জোনের আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ওই অঞ্চলের প্রধান ফটকগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। iqna