IQNA

ইরাকের প্রধানমন্ত্রী: বিশেষ অভিযানে দায়েশের ডেপুটি খলিফা নিহত

0:03 - January 29, 2021
সংবাদ: 2612175
তেহরান (ইকনা): ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজিমি ঘোষণা করেছেন: ইরাকি সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ডেপুটি খলিফা দাবি করা এক ব্যক্তি নিহত হয়েছে। 
মোস্তাফা কাজিমি বলেন: ইরাকি সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের অন্যতম কমান্ডার আবু ইয়াসির আল-ইসাভি নিহত হয়েছে। এই শীর্ষ সন্ত্রাসী নিজেকে গভর্নর বলে দাবী করতো। 
 
কাজিমি এক টুইটার বার্তায় লিখেছেন: ইরাকি জনগণ যদি প্রতিশ্রুতি করে, তাহলে তা পালন করে। আমরা দায়েশের জবাব ভূমিকম্পের রূপে দিয়েছি। আমাদের বীরযোদ্ধারা বিশেষ অভিযান চালিয়ে আবু ইয়াসির আল-ইসাভিকে ধ্বংস করেছে। এই শীর্ষ সন্ত্রাসী নিজেকে দায়েশের ডেপুটি খলিফা ও ইরাকের গভর্নর বলে দাবী করতো। 
 
উল্লেখ্য যে, গতসপ্তাহে বাগদাদে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। এই হামলার ফলে কয়েক ডজন ব্যক্তি হতাহত হয়েছেন। দায়েশ এই হামলার দায়ভার স্বীকার করেছ। এরপর ইরাকি সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী দায়েশের উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান আরও তীব্র করেছে। iqna
 
captcha