IQNA

মসজিদুল আকসা থেকে ৬ ফিলিস্তিনি নারীকে গ্রেফতার করেছে ইসরাইলী সেনা

20:34 - February 09, 2021
সংবাদ: 2612229
তেহরান (ইকনা): জেরুজালেমের এন্ডোমেন্ট অফিস ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইলী সেনারা আল-আকসা মসজিদ থেকে ৬ নারী সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।

জেরুজালেম শহরের ইসলামিক এন্ডোমেন্ট অফিস এক বিবৃতিতে ঘোষণা করেছে: উগ্র জায়নবাদী জঙ্গিরা সোমবার, ৮ম ফেব্রুয়ারি আল-আকসা মসজিদের পূর্বে বাব আল-রহমাহ থেকে ফিলিস্তিনের ৬ জন নারীকে গ্রেপ্তার করেছে।

ইসলামিক এন্ডোমেন্ট অফিস আরো যোগ করেছে: জায়নবাদী সেনারা এন্ডোমেন্টমেন্ট প্রশাসনের আওতাধীন ইসলামিক সমাধিসৌধের দায়িত্বে থাকা মোস্তফা আবু জাহরাকেও গতকাল গ্রেপ্তার করেছিল।

এখনও পর্যন্ত এই গ্রেফতারের কারণ সম্পর্কে জায়নিস্ট কর্তৃপক্ষের কোনও মন্তব্য করেনি।

বিগত কয়েক মাসে, জায়নিবাদী জঙ্গিরা আল-আকসা মসজিদের বাব আল-রহমাহ মুসাল্লা থেকে বিভিন্ন অজুহাতে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করেছে।

উল্লেখ্য যে, ইহুদিবাদী ইসরাইলী সেনারা এসকল বন্দীদের গ্রেফতার করে এক সপ্তাহ থেকে কয়েক মাস নির্বাসনের আদেশ দেন।

ইসরাইলী বাহিনী প্রায় প্রতিদিন বিভিন্ন অজুহাতে জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান চালিয়ে জোরপূর্বক তাকে আটক করে নিয়ে যায়। iqna

captcha