IQNA

আয়াতুল্লাহ সিস্তানি কার্যালয়ের কর্মকর্তা;

আয়াতুল্লাহ সিস্তানির করোনায় আক্রান্ত হওয়ার খবর মিথ্যা

0:00 - February 28, 2021
সংবাদ: 2612355
তেহরান (ইকনা): ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি (হাফিজাহুল্লাহ) প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা ঘোষণা করেছেন: আয়াতুল্লাহ আলী সিস্তানী (হাফিজাহুল্লাহ)-এর করোনায় আক্রান্ত হওয়ার খবর মিথ্যা।

ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির (হাফিজাহুল্লাহ) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর অস্বীকার করেছেন তাঁর প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা। এদিকে, আয়াতুল্লাহ সিস্তানীর (হাফিজাহুল্লাহ) প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম আস-সাফি’র কার্যালয় ঘোষণা করেছে, হুজ্জাতুল ইসলাম আস-সাফি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
 
এই কর্মকর্তা বলেন: শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানির (হাফিজাহুল্লাহ) করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার খবর সত্য নয়। 
 
এদিকে আয়াতুল্লাহ সিস্তানির (হাফিজাহুল্লাহ) প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম আস-সাফি’র ঘনিষ্ঠ এক সূত্র আস-সাফির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। 
 
এই সূত্রে বলা হয়েছে: হুজ্জাতুল ইসলাম আস-সাফি করোনা ভাইরাসের টেস্ট দিয়েছেন এবং টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
 
হুজ্জাতুল ইসলাম আস-সাফির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলে বর্ণনা করে এই সূত্র জানিয়েছে যে, তাঁর জন্য বিশেষ চিকিৎসা শুরু হয়েছে।
 
ইরাকি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত কয়েক দিনে ৪ হাজার জনের বেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা সাম্প্রতিক মসগুলয় নজিরবিহীন।iqna
 

 

captcha