IQNA

মিশরে বিশ্বের বৃহত্তম মসজিদের নির্মাণ কাজ শুরু

20:02 - March 15, 2021
সংবাদ: 2612460
তেহরান (ইকনা): বিশ্বের বৃহত্তম মসজিদসমূহের দেশের তালিকায় যোগ হচ্ছে মিশরের নাম। ইতিমধ্যেই দেশটিতে বৃহত্তম মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক সেন্টার নির্মাণের প্রকল্প শুরু হয়েছে। 
আরব ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, কেন্দ্র "মিশরীয় মসজিদ" নামক মিশরের ইসলামিক সাংস্কৃতিক সেন্টার নির্মাণের প্রকল্প শুরু হয়েছে। 
 
আব্বাস গুরুত্বারোপ করে বলেন: এই সেন্টারটি  মিশরের নতুন প্রশাসনিক রাজধানী  ওয়াদিয়ান (কায়রোর নিকটবর্তী)শহরে নির্মিত হচ্চে। এটি মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম এবং বিশ্বের বৃহত্তম মসজিদসমূহের মধ্যে একটি হিসাবে বিবেচিত হবে।
 
তিনি আরও বলেন: এই মসজিদে একসাথে ১ লাখ ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে এবং ১৪০ মিটার উচ্চতা সম্পন্ন মিনার নির্মাণ করা হবে। এছাড়াও এর সাথে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য কুরআন হেফজ সেন্টার, মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য বিশেষ হলরুম, শপিং সেন্টার এবং ৩ হাজার গাড়ি ধারণক্ষমতা সম্পন্ন একটি বহুতল গাড়ি পার্কিং নির্মাণ করা হবে।  iqna
 

 

captcha