IQNA

বৃহস্পতিবার বক্তৃতা পেশ করবেন হিজবুল্লাহর মহাসচিব

0:03 - March 17, 2021
সংবাদ: 2612476
তেহরান (ইকনা): লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের (হিজবুল্লাহ) মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ আগামী বৃহস্পতিবার মূল্যবান বক্তব্য পেশ করবেন। 
বৃহস্পতিবার (১৮ই মার্চ) স্থানীয় সময় ২০:৩০ (তেহরানের সময় ২২টা এবং ঢাকার সময় রাত সাড়ে ১২টায়) হিজবুল্লাহর মহাসচিব বক্তব্য পেশ করবেন। 
 
ঐ দিনে তিনি লেবানন এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অভ্যন্তরীণ উন্নয়ন সম্পর্কেও কথা বলবেন বলে জানা গেছে।
 
লেবাননের গণমাধ্যম জানিয়েছে যে, ভেটেরান্স দিবস উপলক্ষে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বৃহস্পতিবার বক্তব্য পেশ করবেন। 
 
তিনি বিগত কয়েক বছর যাবত এই দিনে বক্তব্য পেশ করে আসছেন।
 
উল্লেখ্য যে, লেবাননে ১৩ই মার্চ শনিবার থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের পর সেদেশে আরও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লেবাননে অব্যবস্থাপনার কারণে অর্থনৈতিক পরিস্থিতি অভূতপূর্ব সংকটে রয়েছে। নতুন করে মুদ্রাস্ফীতির কারণে সেদেশের জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। iqna
 

 

captcha