
কাবুলের খায়র খানেহ এলাকায় আজ সকালে একটি মিনিবাসে ম্যাগনেটিক বোমা বিস্ফোরণের ফলে ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
কাবুলের পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বেসামরিক ব্যক্তি।
এই সপ্তাহে মিনিবাস এবং যাত্রী ভ্যানকে লক্ষ্যে করে মোট ৪টি ম্যাগনেটিক বোমা বিস্ফোরিত হয়েছে। অপর তিনটি হামলায় ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন: গত রাতে ওয়ার্ডা স্কয়ার প্রদেশের বাহসুদ শহরে আফগান বিমানবাহিনীর একটি MI -17 হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের ফলে মোট ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারের চারজন সদস্য এবং নিরাপত্তা বাহিনীর পাঁচজন সদস্য রয়েছে।
কিছু সূত্র জানিয়েছে, হেলিকপ্টারকে উদ্দেশ্য করে গুলি করার ফলে এটি বিধ্বস্ত হয়েছে। iqna