
নান্টেস শহরের পুলিশ এক বিবৃতিতে ঘোষণা করেছে: দুই ব্যক্তি “আর-রহমাত” মসজিদের দরজার সামনে কাগজ ও কার্ডবোর্ডে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আর এরফলে মসজিদে আগুন লাগে।
পুলিশ জানিয়েছে, এরফলে মসজিদের দরজায় আগুন লাগে দেয়ালের ক্ষতি হয়।
ফ্রান্সের ইসলামিক কাউন্সিল (CFCM) এই ঘটনাকে "নাশকতা, অগ্রহণযোগ্য এবং ঘৃণাজনক" বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
ইতিমধ্যে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। এদিকে ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী নিজস্ব টুইটার অ্যাকাউন্টে ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানিয়েছে এবং “লুভর আটলান্টিক” অঞ্চলে বসবাসরত সকল মুসলমানের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছে। iqna