IQNA

ইরানের কুদস ফোর্সের উপ-প্রধানের মৃত্যু; হিজবুল্লাহ ও হামাসের শোকবার্তা

19:55 - April 19, 2021
সংবাদ: 2612642
তেহরান (ইকনা): ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদীদের নানা পরিকল্পনা ভেস্তে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন হেজাজি।

তিনি আজ (সোমবার) মেজর জেনারেল হেজাজির জানাজা অনুষ্ঠানে এ কথা বলেন। আইআরজিসি'র কুদস ফোর্সের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন হেজাজি। তিনি আরও বলেছেন, জেনারেল হেজাজি প্রতিরোধের বীজ বপন করে গেছেন। তার সংগ্রাম-সাধনার ফসল হচ্ছে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ। পার্সটুডে

জেনারেল সালামি বলেন, জেনারেল হেজাজি সব সময় মানুষের সঙ্গে ছিলেন, মানুষের জন্য কাজ করেছেন। তিনি লেবাননে গিয়ে হিজবুল্লাহর মহাসচিব ও প্রতিরোধ সংগ্রামীদের সহযোগিতা করেছেন। হিজবুল্লাহর পাশে থেকে তিনি ইহুদিবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করেছেন।

আইআরজিসি'র কমান্ডার বলেন, ইহুদিবাদীরা হেজাজিকে হত্যার জন্য অনেক চেষ্টা করেছে। ইসরাইলি ঘাতকদের তালিকায় তার নাম ছিল। তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ একজন মানুষ বলে মন্তব্য করেন মেজর জেনারেল হোসেইন সালামি।

মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন হেজাজি গতকাল মৃত্যুবরণ করেছেন। তিনি ইরান-ইরাক যুদ্ধের সময় রাসায়নিক হামলার শিকার হয়েছিলেন। এ কারণে তিনি নানা জটিলতায় ভুগছিলেন।

তার মৃত্যুতে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়া শোকবার্তা পাঠিয়েছেন। তারা ইসলামের পক্ষে এই কমান্ডারের ভূমিকার প্রশংসা করেছেন। iqna

captcha