IQNA

পবিত্র রমজান মাসের ১৭তম দিনের দোয়া

0:04 - April 30, 2021
সংবাদ: 2612699
তেহরান (ইকনা)- ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের ১৭তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

َللّـهُمَّ اهْدِنی فیهِ لِصالِحِ الاَْعْمالِ، وَاقْضِ لی فیهِ الْحَوائِجَ وَالاْمالَ، یا مَنْ لا یَحْتاجُ اِلَى التَّفْسیرِ وَالسُّؤالِ، یا عالِماً بِما فی صُدُورِ الْعالَمینَ، صَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ الطّاهِرینَ .

উচ্চারণঃ “আল্লাহুম্মাহ্ দিনী ফি-হি লিস-লিহীল আ‘মাল, ওয়াক্বদ্বি লি ফি-হিল হাওয়ায়িজা ওয়াল আ-মাল, ইয়া মান লা ইয়াহ্-তা-জু ইলাত্ তাফসি-রী ওয়াস সুওয়াল, ইয়া আ‘লিমান বিমা ফি সুদু-রীল আ‘লামিন, সল্লি আ‘লা মুহাম্মাদ ওয়া আলিহিত্ব্ ত্ব-হিরীন।”


অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে সৎকাজের দিকে পরিচালিত কর। হে মহান সত্ত্বা যার কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেয়ার দরকার হয় না । আমার সব প্রয়োজন ও আশা-আকাঙ্খা পূরণ করে দাও। হে তাবত দুনিয়ার রহস্যজ্ঞানী ! হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর রহমত বষর্ণ কর।
আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

 

পবিত্র রমজান মাসের ১৭তম দিনের দোয়া

সংশ্লিষ্ট খবর
captcha