IQNA

দশম রোজার দোয়া

0:02 - April 23, 2021
সংবাদ: 2612660
তেহরান (ইকনা): আজ পবিত্র রমজান মাসের দশম দিন। ইসলাম ধর্মালম্বীদের জন্য এই মাসে সাওম পালন করা বাধ্যতামূলক। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) রমজান মাসে ত্রিশ দিনে ত্রিশটি দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রোজ্জ্বলিত হতে সাওম ও সালাতের পাশাপাশি অনেকেই বিশেষ আমল করতে চায়। সেজন্য পবিত্র রমজান মাসের এই দোয়া প্রকশ করা হলো।

 

পবিত্র রমজান মাসের নবম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

 

اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مِنَ الْمُتَوَکِّلینَ عَلَیْکَ، وَاجْعَلْنی فیهِ مِنَ الْفائِزینَ لَدَیْکَ، وَاجْعَلْنی فیهِ مِنَ الْمُقَرَّبینَ اِلَیْکَ، بِاِحْسانِکَ یا غایَةَ الطّالِبینَ .


উচ্চারণ: আল্লাহুম্মা জাআলনি ফীহি মিনাল মুতাওয়াককিলিনা আলাইকা, ওয়া-জায়ালনী ফীহি মিনাল ফাইজিনা লাদাইকা, ওয়া-জআলনী ফীহি মিনাল মুক্বররবিনা ইলাইকা, বি ইহসানিকা ইয়া গইয়াতাত ত্বলিবিন


অর্থ : হে আল্লাহ ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও। হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।

আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

 

দশম রোজার দোয়া

সংশ্লিষ্ট খবর
captcha