IQNA

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৩ এবং আহত কয়েক ডজন

20:31 - May 10, 2021
সংবাদ: 2612762
তেহরান (ইকনা): আফগানিস্তানের যাবিল ও পারওয়ান প্রদেশে দুটি পৃথক বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

আফগান কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছে, দেশের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

যাবিল প্রদেশের গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সিয়াল বলেছেন: এই বিস্ফোরণ রবিবার সন্ধ্যায় সংগঠিত হয়েছে। হামলার ফলে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জন নারী ও শিশু রয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাস্তার পাশে পুতে রাখা বোমার সাথে বাসের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। তারা এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছে।

এদিকে হাসপাতালের কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী, সোমবার সকালে পারওয়ান প্রদেশে একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ফলে বেসামরিক দুই ব্যক্তি নিহত এবং নয় জন আহত হয়েছেন।

পারওয়ান প্রদেশের শাফাখানার প্রধান জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েক জন নারী ও শিশু রয়েছে।

শনিবার কাবুলের একটি স্কুলে হামলায় কয়েক ডজন ছাত্রী নিহত হওয়ার পরে এই দুইটি হামলার ঘটনা ঘটেছে। কিছু সূত্র বলছে যে, বালিকা বিদ্যালয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ দাঁড়িয়েছে। এদিকে, গতকাল ঈদুল ফিতর উপলক্ষে তালেবানরা তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। iqna

captcha