IQNA

পৃথিবীতে যদি নরক থাকে, সেটি গাজার শিশুদের জীবন: জাতিসংঘ প্রধান

13:51 - May 21, 2021
সংবাদ: 2612823
তেহরান (ইকনা) : জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ অগ্রহণযোগ্য। এই লড়াই অবিলম্বে থামা উচিত। বৃহস্পতিবার জতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, গাজায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বিমান হামলা ও গোলাবর্ষণে গভীরত ব্যথিত। ৬০ শিশুসহ অন্তত ২০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬৫ শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৩০। জাতিসংঘ প্রধান বলেন, পৃথিবীতে যদি কোনও নরক থাকে, তাহলে সেটি হলো গাজার শিশুদের জীবন।

নাইজার ও আলজেরিয়ার অনুরোধে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। নাইজার বর্তমানে অর্গনাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ও আলজেরিয়া জাতিসংঘে আরব গ্রুপের চেয়ারের দায়িত্বে রয়েছে। এমটি নিউজ

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha