IQNA

এক মুসলিম পরিবারের ৪ সদস্যের হত্যার নিন্দা জানালের কানাডার প্রধানমন্ত্রী

19:39 - June 08, 2021
সংবাদ: 2612927
তেহরান (ইকনা): কানাডার অন্টারিও প্রদেশে একটি মুসলিম পরিবারের উপর হামলা এবং ঐ পরিবারেরে চারজন সদস্যকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র নিন্দা জনিয়ে সেদেশের প্রধানমন্ত্রী বলেছেনে: “এদেশে ইসলামফোবিয়ার কোনও স্থান নেই”।

কানাডায় পবিত্র ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে একই পরিবারের চার সদস্যকে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশও বলছে, সম্ভবত মুসলমান হওয়ার কারণেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এই হামলার ঘটনা ঘটেছে। নিহতেরা পাকিস্তানি বংশোদ্ভূত।

খুনি এই চারজনকে হত্যা করার সময় বুলেটপ্রুফ পোশাক পরা ছিল। হত্যার পর খুনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে একটি ডিপার্টমেন্ট স্টোর থেকে গ্রেপ্তার করে। সোমবার এই ঘটনায় ৭৪ বছর বয়সী কানাডিয়ান এক মহিলা, ৪৬ বছর বয়সী এক পুরুষ, ৪৪ বছর বয়সী অপর মহিলা এবং একটি ১৫ বছর বয়সী কিশোরী নিহত হয়েছেন। এ ছাড়াও ৯ বছর বয়সী একটি বালক গুরুতর আহত হয়েছেন।

লন্ডনের মেয়র অন্টারিও গুরুত্বারোপ করে বলেছেন,মুসলমান হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। স্পষ্ট করে বলতে গেলে বলতে হবে যে, এটি ছিল একটি মুসলিম পরিবারের বিরুদ্ধে গণহত্যা যা ঘৃণার কারণেই সংগঠিত হয়েছে।

পরিবারের একমাত্র বেঁচে যাওয়া নয় বছর বয়সী শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাডিয়ান পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পল ওয়েট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ধারণা করা হচ্ছে পরিবারটি মুসলমান হওয়ার কারণেই তাদের ওপর এই হামলা করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যান রোববার নয় থেকে ৭৪ বছর বয়সী একই পরিবারের পাঁচ সদস্যের ওপর ট্রাক হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় চারজন নিহত হয়েছেন এবং একটি শিশু বেঁচে গেছে।

ঘটনার পর লন্ডন শহরের বাসিন্দা ভেলটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একজনকে হত্যার চেষ্টার মামলা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হতে পারে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বলেছেন যে, এই সংবাদ দেখার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি আরও যোগ করেন যে, “আমাদের কোনও সমাজে ইসলামফোবিয়ার কোনও স্থান নেই। এধরণের বিদ্বেষমূলক কর্ম অতি জঘন্য এবং অবজ্ঞাপূর্ণ এবং অবশ্যই বিদ্বেষমূলক কর্মকাণ্ডসমূহ বন্ধ করতে হবে।“

অন্টারিওর গভর্নর ডগ ফোর্ড টুইটারে লিখেছেন: "এই ভয়াবহ ঘৃণ্য অপরাধে ন্যায়বিচার করতে হবে।"

গত চার বছরে কানাডার মুসলমানদের উপর এটি তৃতীয় মারাত্মক আক্রমণ। ২০১৭ সালের কুইবেক সিটির একটি মসজিদে ছয় জন নিহত হওয়ার পর কানাডার মুসলমানদের বিরুদ্ধে একে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও ২০১৮ সালে একটি মুসলিম সমাবেশে বর্ণবাদীরা হামলা চালিয়েছে। গত কয়েক বছর ধরেই কানাডায় ইসলামবিদ্বেষ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। iqna

 

captcha