IQNA

ইয়েমেনে ইরানী রাষ্ট্রদূতের বাসভবনে সন্ত্রাসীদের হামলা; নিহত তিন

23:33 - December 04, 2014
সংবাদ: 2615135
আন্তর্জাতিক বিভাগ: ইয়েমেনে রাজধানী সানা’য় ইরানী রাষ্ট্রদূতের বাসভবনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গত বুধবার সকালে সন্ত্রাসীরা এ হামলা চালায়। রাষ্ট্রদূতের বাসভবনের সম্মুখে রক্ষিত একটি গাড়ীতে বোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
গত সোমবার ইরানী রাষ্ট্রদূত হুসাইন নিকনাম নতুন রাষ্ট্রদূত হিসেবে ইয়েমেনে যোগদান করেছেন এবং এ ঘটনার সময় তিনি বাড়ী ছিলেন না।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ হামলার দায়ভার গ্রহণ করেনি। তবে ধারণা করা হচ্ছে সন্ত্রাসী গ্রুপ আল কায়দা এ হামলার সাথে জড়িত রয়েছে।
2614756

captcha