কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শিক্ষার্থীদের জন্য পঞ্চতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ এবং তেলাওয়াত বিভাগে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তেলাওয়াত বিভাগে ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ওহীদ খাজানী, মিশর থেকে মাহমুদ মুহাম্মাদ ইব্রাহীম মুহাম্মাদ কামাল উদ্দিন, লেবানন থেকে হোসাইন ইউসুফ সাইয়্যেদ ম্যাসেডোনিয়া থেকে জাইল নুহিল এবং ইরাক থেকে আব্দুল আলী মুহাম্মাদ কাসেম চূড়ান্ত পর্যায়ের জন্য উত্তীর্ণ হয়েছে।
এছাড়াও হেফজ বিভাগে ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে মাহমুদ জাওয়াদ মুহাম্মাদী মাজদ, লেবানন থেকে মাহমুদ দুলকাফরী, মিশর থেকে মুহাম্মাদ আব্দুল আজিজ, উগান্ডা থেকে আব্দুল্লাহ সাদাত কাঘুহী এবং বাংলাদেশ থেকে আলম মুরশেদ চূড়ান্ত পর্যায়ের জন্য উত্তীর্ণ হয়েছে।
এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান ৪র্থ জানুয়ারি
তেহরানে মিলাদ টাওয়ারে ৩টায় শুরু হবে এবং ৭টায় পর্যন্ত অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সাড়ে ৭টায় সংসদ স্পিকার জনাব আলী লরিজানী এবং তেহরানের মেয়র মুহাম্মাদ বাকের কলিবফের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত পঞ্চতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির উপস্থিতিতে গত বৃহস্পতিবার ১ম জানুয়ারিতে শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় বিশ্বের ৪২টি দেশ থেকে ৭২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
2670432