IQNA

শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাকিস্তানী প্রতিনিধি;

প্রত্যেক মুসলমানেরই প্রতিদিন কুরআন তেলাওয়াত করা উচিত

23:28 - January 05, 2015
সংবাদ: 2674424
আন্তর্জাতিক বিভাগ: প্রত্যেক মুসলমানের কর্তব্য প্রতিদিন কুরআন তেলাওয়াত করা এবং এর অর্থ সম্পর্কে চিন্তা করা। যাতেকরে বুঝতে পারে পবিত্র কুরআন আমাদেরকে কি বলতে চাচ্ছে এবং তাদের পবিত্র কুরআনের শিক্ষাকে অনুসরণ করা।

বার্তা সংস্থা ইকনা’র সাথে এক সাক্ষাতকারে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত পঞ্চতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাকিস্তানী প্রতিনিধি হেমাদ মুস্তাফা জানিয়েছেন: ১১ বছর থেকে কুরআন হেফজ করা শুরু করেছি এবং তিন বছরের মধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন: শুধুমাত্র কুরআন তেলাওয়াত করাই যথেষ্ট নয়। বরং কুরআন তেলাওয়াত করার সাথে সাথে এর অর্থও আমাদেরকে পড়তে হবে। যাতেকরে আমরা বুঝতে পারি কুরআন আমাদেরকে কি বলতে চাচ্ছে। অতঃপর দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য কুরআনের শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে।
তিনি আরও বলেন: যদি কেহ প্রতিদিন কুরআনের শিক্ষাকে গ্রহণ করে এবং তার দৈনন্দিন জীবনে এ শিক্ষাকে প্রয়োগ করে তাহলে কোন সন্দেহ ছাড়াই সে ইহকাল ও পরকালে সফলকামী হবে।
2670800

captcha