IQNA

ইন্দোনেশিয়ায় ল্যাবরেটরি সমৃদ্ধ দারুল কুরআনের কার্যক্রম শুরু

15:51 - January 24, 2015
সংবাদ: 2757886
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ইমাম হুসাইন (আ.) এর মাজারের সাথে সম্পৃক্ত দারুল কুরআনের ইন্দোনেশিয়া শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।


ইমাম হুসাইন (আ.) এর মাজার সংশ্লিষ্ট দারুল কুরআন ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ল্যাব সমৃদ্ধ এ কেন্দ্রটি দেশটির কুরআন শিক্ষার্থীদের তেলাওয়াতের মানোন্নয়নের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় অবস্থানরত ইমাম হুসাইন (আ.) এর মাজারের দারুল কুরআনের প্রতিনিধি মুহাম্মাদ বাকের আল-মানসুর এ সম্পর্কে জানিয়েছেন : কুরআন শিক্ষার্থীদের হেফজ ও তেলাওয়াতের মানোন্নয়নে আধুনিক এ প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তার সংযোজন : ল্যাবরেটরিতে প্রসিদ্ধ ক্বারীগণের তেলাওয়াত শোনার পর তাদের শেখার উপর এর প্রভাব স্পষ্ট অনুভব করতে সক্ষম হবে কুরআন শিক্ষার্থীরা ।

জনাব আল-মানসুর আরো জানান : কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের ঐ ল্যাবটি আধুনিক উপকরণে সমৃদ্ধ। ১৪ শিক্ষার্থী একই সময়ে এটি ব্যবহার করতে পারবে এবং আলাদা আলাদাভাবে তেলাওয়াত শুনতে পারবে।



2746321

captcha