ইমাম হুসাইন (আ.) এর মাজার সংশ্লিষ্ট দারুল কুরআন ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ল্যাব সমৃদ্ধ এ কেন্দ্রটি দেশটির কুরআন শিক্ষার্থীদের তেলাওয়াতের মানোন্নয়নের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।
ইন্দোনেশিয়ায় অবস্থানরত ইমাম হুসাইন (আ.) এর মাজারের দারুল কুরআনের প্রতিনিধি মুহাম্মাদ বাকের আল-মানসুর এ সম্পর্কে জানিয়েছেন : কুরআন শিক্ষার্থীদের হেফজ ও তেলাওয়াতের মানোন্নয়নে আধুনিক এ প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তার সংযোজন : ল্যাবরেটরিতে প্রসিদ্ধ ক্বারীগণের তেলাওয়াত শোনার পর তাদের শেখার উপর এর প্রভাব স্পষ্ট অনুভব করতে সক্ষম হবে কুরআন শিক্ষার্থীরা ।
জনাব আল-মানসুর আরো জানান : কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের ঐ ল্যাবটি আধুনিক উপকরণে সমৃদ্ধ। ১৪ শিক্ষার্থী একই সময়ে এটি ব্যবহার করতে পারবে এবং আলাদা আলাদাভাবে তেলাওয়াত শুনতে পারবে।