Indian Express ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ প্রতিযোগিতা শহরের কুরআন স্ট্যাডি সোসাইটি’র উদ্যোগে দু’টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।
কুরআন পড়ার সংস্কৃতির প্রসার এবং জীবন-যাপনে কুরআনের মূল্যবান শিক্ষার প্রয়োগের প্রসার ইত্যাদি এ প্রতিযোগিতা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এতে অনুর্ধ্ব ১২ বছরের শিশুরা অংশগ্রহণ করছে।
চূড়ান্ত পর্বের বাছাই পর্বে উত্তীর্ণ ৩০০ প্রতিদ্বন্দীর মধ্য থেকে ১৫ জন প্রতিদ্বন্দী চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দিতার জন্য নির্বাচিত হবে। বিচারক মণ্ডলির নাম্বারের ভিত্তিতে তাদেরকে নির্বাচন করা হবে।
ভিজায়া ওয়াডি শহরের কুরআন স্ট্যাডি সোসাইটি’র প্রধান মুহাম্মাদ দাউদ এ সম্পর্কে জানিয়েছেন : ১০০০ শিশু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে ৬ জন অমুসলিম শিশুও রয়েছে।