IQNA

ইসলাম ভিত্তিক সংবিধান রচনার চেষ্টায় সুদান সরকার

19:35 - February 19, 2015
সংবাদ: 2870541
আন্তর্জাতিক বিভাগ : ইসলাম ধর্ম ভিত্তিক স্থায়ী সংবিধান লেখার চেষ্টা চালাচ্ছে সুদান, জানিয়েছেন সুদানের প্রেসিডেন্ট উমার আল-বাশিরের।


IINA এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সুদানের আলেমদের একটি দলের সাথে সাক্ষাতকালে প্রেসিডেন্ট উমার আল-বাশির জানিয়েছেন, একটি ইসলাম ধর্ম ভিত্তিক স্থায়ী সংবিধান রচনা –যা একটি ইসলামি সরকারের আদর্শ স্বরূপ- চেষ্টায়রত সরকার।

রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রে সরকারের ইসলাম ভিত্তিক ঐ সংবিধানের উপর নির্ভরশীলতার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন : স্থায়ী এ সংবিধান রচনার আগে সুদানের বিভিন্ন সোসাইটির সঙ্গে ধারাবাহিক সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।

তার সংযোজন : অত্যন্ত বিচক্ষণতার সাথে উগ্রতাবাদের মোকাবিলার পাশাপাশি সুদান সরকার তার টিকে থাকার জন্য আলেমদের উপর নির্ভরশীল।

সুদানের প্রেসিডেন্ট তার বক্তব্যের শেষে, তার দেশে সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়টি নাকচ করে দেন।# 2865288

captcha