IQNA

নও মুসলমানদের জনপ্রিয় নাম ‘মুহাম্মাদ’ ও ‘মারিয়াম’

23:07 - February 21, 2015
সংবাদ: 2879248
আন্তর্জাতিক বিভাগ: দুবাই দাতব্য এবং ইসলামী বিষয়ক অধিদপ্তর, নও মুসলমানদের সবচেয়ে প্রিয় নাম ঘোষণা করেছে।

‘Emirates247’ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: দুবাই দাতব্য এবং ইসলামী বিষয়ক অধিদপ্তরের প্রধান ‘হুদাল কায়াবা’ জানিয়েছেন: ২০১৪ সালে যারা নতুন মুসলমান হয়েছেন তাদের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মাদ এবং মারিয়াম।
তিনি বলেন: পুরুষ নও মুসলমানদের মধ্যে মুহাম্মাদ নামটির পর আব্দুল্লাহ এবং ঈসা নামটি অধিক প্রিয়।
আল কায়াবা বলেন: নারী নও মুসলমানদের মধ্যে পর্যায়ক্রমে মারিয়াম, আয়েশা এবং ফাতিমা নামটি অধিক প্রিয়।
এছাড়াও দুবাই দাতব্য এবং ইসলামী বিষয়ক অধিদপ্তর আরও জানিয়েছে:  গত বছরে মোট নও মুসলমানের সংখ্যা ২৮১৫ এবং এর মধ্যে ২০৪৭ জন নারী এবং ৭৬৮ জন পুরুষ।
2878115

captcha