IQNA

ইস্তাম্বুলে হেরা গুহার অনুরূপে মসজিদ নির্মাণ

12:22 - February 22, 2015
সংবাদ: 2882486
আন্তর্জাতিক বিভাগ: ইস্তাম্বুলে হেরা গুহার অনুরূপে ‘সানজাক্লার’ মসজিদ নির্মাণ করা হয়েছে এবং এ মসজিদটি আর্কিটেকচার প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে প্রথম স্থানের অধিকারী হয়েছে।

তুর্কির ‘TRT’ টেলিভিশন চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘সানজাক্লার’ মসজিদটি ইস্তাম্বুলের ‘বুবুক চাকমে জেহ’ অঞ্চলে নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক এ মসজিদটি অসাধারণ ভাবে ডিজাইন করা হয়েছে।


এ মসজিদটি আর্কিটেকচার প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে প্রথম স্থানের অধিকারী হয়েছে।


বর্তমান সময়ে আধুনিম মসজিদের মধ্যে এ মসজিদটি ভিন্ন প্রকৃতি এবং আকর্ষনীয় ভাবে নির্মাণ করা হয়েছে। ২০১২ সালে ‘আমরে আরওয়েল’ আর্কিটেকচার গ্রুপ এ মসজিদটির নির্মাণ কর্ম শুরু করে। ৭০০ বর্গ মিটার জমির ওপর এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। হযরত মুহাম্মাদ (সা.)এর ওপর প্রথম আয়াত নাযিল হয় পবিত্র হেরা গুহায়। এর ‘সানজাক্লার’ মসজিদটি এ ঐতিহাসিক হেরা গুহার অনুরূপে নির্মাণ করা হয়েছে।


মিহান নিয়া সাইটের রিপোর্টার ‘মিশাদ খোসরাভী’ এ মসজিদ সম্পর্কে বলেছেন: আমরা সাধারণত মসজিদের মিনার এবং গম্বুজ দেখে অভ্যস্ত। যা ছোট বড় শহরে বৃহৎ ভাবে নির্মাণ করা হয়। মসজিদের ভিতরে বড় ঝাড়বাতি এবং ইসলামিক পন্থা মসজিদ সুসজ্জিত করা হয়। কিন্তু অন্যান্য মসজিদের থেকে ‘সানজাক্লার’ মসজিদটি একটু ভিন্ন। এ আধুনিক তবে গতানুগতিক পন্থায় নির্মাণ করা হয়নি এবং মসজিদটি পুরোনো স্টাইলে নির্মাণ করা হয়েছে। সিমেন্ট ও পাথর দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং মসজিদের ভিতরের ডেকোরেশনও অতি সংক্ষিপ্ত করা হয়েছে। যাতে করে জনগণ দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলা থেকে দুরে সরে এসে এ মসজিদে আরামদায়ক ভাবে ইবাদত করতে পারে।
2878028

captcha