IQNA

সুইজারল্যান্ডে হযরত যায়নাব (সা. আ.)-এর জন্মবার্ষিকী পালিত হচ্ছে

20:21 - February 22, 2015
সংবাদ: 2883695
সাংস্কৃতিক বিভাগ : হযরত যায়নাব (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আজ সুইজারল্যান্ডের আহলে বাইত (আ.) ইসলামি ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Ahlebeyt.ch ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ অনুষ্ঠান স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হয়ে মাগরিব পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সুইজারল্যান্ডের আহলে বাইত (আ.) ইসলামি ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে, এ কেন্দ্রে প্রতি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দোয়ায়ে কুমাইল এবং দোয়ায়ে কুমাইলের পূর্বে কুরআন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

কুরআন বিষয়ক সভা ও দোয়ায়ে কুমাইলের বিশেষ অনুষ্ঠান ছোট দিনগুলোতে মাগরিব ও এশার নামাযের পর এবং বড় দিনগুলোতে মাগরিব ও এশার নামাযের আগে শুরু হয়। 2881379

captcha