IQNA

আল-আকসা মসজিদ রক্ষার্থে ফিলিস্তিনিদের আহ্বান

11:07 - February 23, 2015
সংবাদ: 2885888
আন্তর্জাতিক বিভাগ: জেরুজালেমের মুসলিম পরিবারবর্গ, মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ রক্ষার জন্য মুসলমানদেরকে এ মসজিদে নিয়মিত উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

‘Press TV’ উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনির অধিবাসীরা মুসল্লিদের নিকট মসজিদুল আকসা’য় নিয়মিত উপস্থিত হয়ে যায়নবাদীদের আক্রমণের হাত থেকে এ মসজিদ রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ইসরাইল বাহিনী, মসজিদুল আকসায় ফিলিস্তিনিদের উপস্থিতির ব্যাপারে কঠিন আইন প্রয়োগ করছে। এ পর্যন্ত ফিলিস্তিনির বহু অধিবাসীর মসজিদুল আকসায় নামাজ আদায়ের জন্য ইসরাইলি বাহিনী নিকটি প্রহৃত বা গ্রেফতার হয়েছে।
এমতাবস্থায়, অনেক ফিলিস্তিনির অধিবাসীকে মসজিদুল আকসায় নিয়মিত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
যে সকল ফিলিস্তিনি এ মসজিদ পরিদর্শন করার জন্য আসে তাদের জেরুজালেমের অধিবাসীরা আহ্বান জানিয়েছেন, মুসল্লি এবং মসজিদের সমর্থন করার জন্য তারা যেন এ মসজিদ নিয়মিত পরিদর্শন করতে আসে।
2885771

captcha