IQNA

আমিরাতে ১৬তম কুরআন হেফজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

14:51 - February 23, 2015
সংবাদ: 2887070
আন্তর্জাতিক বিভাগ: সংযুক্ত আরব আমিরাতে ‘আল মুমজার’ অঞ্চলে দুবাই পুরস্কার নামক আন্তর্জাতিক কুরআন ইন্সটিটিউটের নতুন সদর দপ্তরে ‘আশ শেইখাতুল হিন্দ বিনতে মাকতুম’ শিরোনামে ১৬তম কুরআন হেফজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দুবাই শাসকের সাংস্কৃতিক এবং মানবিক বিষয়ক উপদেষ্টা এবং দুবাই পুরস্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চেয়ারম্যান ইব্রাহীম বুমালহা ২২শে ফেব্রুয়ারি রবিবার ১৬তম কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট সাংগঠনিক কমিটির সদস্য, কুরআনের সক্রিয় আগ্রহী কর্মী এবং আমিরাতের কুরআনিক কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার জন্য বিচার প্যানেলের চেয়ারম্যান আহমেদ মুহাম্মাদ আল আহদেল উদ্বোধনী অনুষ্ঠানে মূল্যবান বক্তৃতা পেশ করেন। এ বক্তব্যে তিনি সকল প্রতিযোগিতার সুস্থতা ও সাফল্য কামনা করেন।
উক্ত প্রতিযোগিতায় নারী এবং পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করবে। এবং প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষ বিভাগে ৯ জন প্রতিযোগী এবং মহিলা বিভাগে ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
১০ দিন ব্যাপী এ প্রতিযোগিতা প্রতিদিন স্থানীয় সময় ১৬টা থেকে ২০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের জন্য প্রতিযোগিতার কমিটি মূল্যবান পুরস্কারের ব্যবস্থা করেছেন।
2885876

captcha