IQNA

ইরাকে আযারি ভাষায় ৩ পুস্তিকা প্রকাশিত

16:31 - February 24, 2015
সংবাদ: 2891619
সাংস্কৃতিক বিভাগ : ইমাম হুসাইন (আ.) এর মাজারের জনসংযোগ বিভাগের ইন্টারন্যাশনাল রিলেশান্স বিভাগ আহলে বাইত (আ.) ও ইমাম হুসাইন (আ.) এর জীবনী এবং শিয়াদের বৈশিষ্ট্যের বিষয়ে ৩টি পুস্তিকা আযারি ভাষায় প্রকাশ করেছে।


ইমাম হুসাইন (আ.) এর মাজারের জনসংযোগ বিভাগের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : প্রথম পুস্তিকাতে ইমাম হুসাইন (আ.) এর জীবনী, দ্বিতীয়টিতে আহলে বাইত (আ.) এর জীবনী এবং তৃতীয়টিতে শিয়া ও আহলে বাইত (আ.) এর অনুসারীদের বৈশিষ্ট্যের পর্যালোচনা করা হয়েছে।

এ পুস্তিকাগুলোর প্রকাশের দায়িত্বে থাকা কর্মকর্তা সাবাহ তালেকানী জানিয়েছেন, বিভিন্ন জাতির মাঝে বিশেষতঃ যে সকল দেশে আহলে বাইত (আ.) এর অনুসারীরা সংখ্যাগরিষ্ট সে সকল দেশে আহলে বাইত (আ.) এর পরিচিতির প্রসার ঘটানোর উদ্দেশ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন : ঐ পুস্তিকাগুলো ইমাম হুসাইন (আ.) এর মাজারের অর্থায়নে আযারি ভাষাভাষী যায়েরদের মাঝে বিতরণ এবং সেগুলো আযারবাইজানের বিভিন্ন সেবামূলক, ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রেরণের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে।

তার সংযোজন : ইমাম হুসাইন (আ.) এর মাজারের জনসংযোগ বিভাগে আরবি, ফার্সি ও ইংরেজি ভাষায় ওয়েব সাইট চালু করার পাশাপাশি আরবি, ফরাসী, তুর্কি, জার্মান, ইংরেজি, ফার্সি ও উর্দু ভাষায় পত্রিকা প্রকাশ করে থাকে। যা ঐ সকল দেশে প্রেরিত হয়।



2889348

captcha