IQNA

আফগানিস্তানে ‘মুসলিম নারীদের সবুজ আন্দোলনের ভাষা;যায়নাব (সা. আ.)’ শীর্ষক সেমিনার

22:35 - February 24, 2015
সংবাদ: 2892666
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল ২৩শে ফেব্রুয়ারি ‘মুসলিম নারীদের সবুজ আন্দোলনের ভাষা; যায়নাব (সা. আ.)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: হযরত যায়নাবের (সা. আ.) পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আফগানিস্তানে হযরত যায়নাব কুবরা (সা. আ.) মাদ্রাসার পক্ষ থেকে ‘মুসলিম নারীদের সবুজ আন্দোলনের ভাষা; যায়নাব (সা. আ.)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারের উপান্তে এক সপ্তাহ ব্যাপী তেলাওয়াতে তাতহীর নামক বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে।
আফগানিস্তানে হযরত যায়নাব কুবরা (সা. আ.) মাদ্রাসার প্রধান মিসেস মাহমুদি বলেন: উক্ত সেমিনার কাবুলের পশ্চিমাঞ্চলে ‘আবা সালেহ আল মাহদী (আ.)’ চত্বরে অবস্থিত হযরত যায়নাব কুবরা (সা. আ.) মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন: এ সেমিনারের উপান্তে এক সপ্তাহ ব্যাপী তেলাওয়াতে তাতহীর নামক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
2890476

captcha