IQNA

জর্জিয়ায় হযরত যায়নব (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী পালিত

23:05 - February 24, 2015
সংবাদ: 2892671
আন্তর্জাতিক বিভাগ: জর্জিয়ার রাজধানী তিবলিসি’য়, ককেশাস মুসলিম অ্যাফেয়ার্স কার্যালয়ের প্রধান শেখ রামিন ইগিদ ওফের পক্ষ থেকে হযরত যায়নব (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আজারেস্তান সহ জর্জিয়ার অন্যান্য শহরের মহিলাদের উপস্থিতিতে রাজধানী তিবলিসি’র ‘অলে আল বাইত’ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে হযরত যায়নব (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে একজন নারীর জন্য সম্পূর্ণ আদর্শ হযরত যায়নব (সা. আ.) ও তাঁর ব্যক্তিত্ব, সাহস এবং উৎসর্গের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়।


অনুষ্ঠানের শেষপ্রান্তে উপস্থিত সকলকে হযরত যায়নব (সা. আ.)এর জীবনির আলোকে লিখিত গ্রন্থ এবং যাদের নাম যায়নব তাদেরকে মূল্যবান পুরস্কার অনুদান করা হয়েছে।
2890554

captcha