বার্তা সংস্থা ইকনা : ৫ই জমাদিউল আওয়াল হযরত যায়নাব (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী। এ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান থাইল্যান্ডে ইরানি রাষ্ট্রদূতের স্ত্রী কামালিয়ান, কালচারাল কাউন্সেলরের স্ত্রী নাজ্জারযাদেহ এবং ইরানি দূতাবাস ও আল-মোস্তাফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের স্ত্রীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এতে উপস্থিত ছিলেন আল-মাহদিয়া মাদ্রাসার পরিচালক, শিক্ষাসহ অন্যান্য বিভাগের প্রধান এবং থাইল্যান্ডের নারীরা।#
কুরআন তেলাওয়াত, রাষ্ট্রদূতের স্ত্রীর বক্তব্য, আল-মাহদিয়া মাদ্রাসার ছাত্রীদের দলীয় সঙ্গিত পরিবেশন ইত্যাদি ছিল এ অনুষ্ঠানের কর্মসূচীর অন্যতম।
এ অনুষ্ঠানে হযরত যায়নাব (সা. আ.) এর ব্যক্তিত্বের বিষয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#2894817