IQNA

কাবুলে ‘মুসলিম নারীদের সর্ব্বোচ্চ আদর্শ; হযরত ফাতিমা (সা. আ.)’ শীর্ষক গ্রন্থ প্রকাশ

23:28 - March 11, 2015
সংবাদ: 2966336
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ‘মুসলিম নারীদের সর্ব্বোচ্চ আদর্শ; হযরত ফাতিমা (সা. আ.)’ শীর্ষক গ্রন্থ প্রিন্ট ও প্রকাশ হয়েছে।

kabul.icro ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ গ্রন্থ প্রকাশ হয়েছে।
উক্ত শীর্ষক গ্রন্থে ‘হযরত ফাতিমার (সা. আ.) স্বীকৃতি’, ‘ইমাম খোমেনীর (রহ.) দৃষ্টিতে হযরত ফাতিমা (সা. আ.)’, ‘ইমাম খামেনেয়ীর দৃষ্টিতে হযরত ফাতিমা (সা. আ.)’ এবং ‘জনস্বাস্থ্যে হিজাবের ভূমিকা’ বিষয়ে আলোচনা করা হয়েছে।
‘মুসলিম নারীদের সর্ব্বোচ্চ আদর্শ; হযরত ফাতিমা (সা. আ.)’ শীর্ষক গ্রন্থটি ১০০০ কপি প্রিন্ট করা হয়েছে এবং আগ্রহী ব্যক্তিমণ্ডলীর হাতে সমর্পণ করা হয়েছে।
2958822

captcha