বার্তা সংস্থা ইকনা: আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় ঘানা প্রজাতন্ত্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জন মাহামা সরকারী প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল ঘোষণা করেছেন।
প্রেসিডেন্ট জন মাহামা ঘোষণা করেছেন, ঘানার সংবিধানের ২১ ধারা অনুযায়ী (বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতা) পদক্ষেপ গ্রহণ করবেন।
ঘানার প্রেসিডেন্ট বলেন: সাধারণ স্থান, রাস্তা-ঘাট, স্কুল ও মাদ্রাসায় মুসলিম নারীদের হিজাব ব্যবহার করতে না দেওয়া এবং নারী ভিক্ষুণীদের ভিক্ষুণী পোশাক না পরতে দেওয়া একটি অন্যায় কাজ।
তিনি বলেছেন, ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ সংবিধান পরিপন্থী এবং সকল সরকারী প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল ঘোষণা করে হিজাব ব্যবহারের আইন বাস্তবায়নের জন্য উৎসাহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন: যে সকল প্রতিষ্ঠান এ আইন মান্য করতে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বলাবাহুল্য, ঘানার মুসলমানেরা সেদেশের প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের জন্য তাকে প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছে।
2961979