IQNA

ঢাকায় হযরত ফাতেমা (আ.)-এর শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান

16:20 - March 19, 2015
সংবাদ: 3012730
সাংস্কৃতিক বিভাগ : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ইরানি কালচারাল সেন্টারে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : নবীনন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান আগামীকাল (শুক্রবার, ২০শে মার্চ) ঢাকাস্থ ইরানি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা শাখার উদ্যোগে এবং ইরানি কালচারাল সেন্টারের সহযোগিতায় এ শোক মজলিশ অনুষ্ঠিত হবে।

কুরআন তেলাওয়াত, মার্সিয়া পাঠ, বক্তৃতা, নওহা পাঠ এবং আপ্যায়ন ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে এ অনুষ্ঠান অব্যাহত থাকবে।#

captcha