বার্তা সংস্থা ইকনা: উক্ত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘মুহাম্মাদিয়া ওলামা’ আঞ্জুমানের মহা সচিব আহমাদ ইবাদী বলেন: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর সময় থেকে কুরআন প্রশিক্ষণ প্রথা চলে আসছে। কুরআন প্রশিক্ষণের মাধ্যমে জীবনকে সুসজ্জিত করা সম্ভব।
তিন দিন ব্যাপী ‘ক্বারায়াতে কুরআন’ সম্মেলন মরক্কোর ‘মোহাম্মাদী ওলামা’ আঞ্জুমানের পক্ষ থেকে এবং ‘আবি আমরুদ দানী’ কুরআন স্টাডিজ কেন্দ্র সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও মরক্কোর ‘আল ইমাম আশ-শাতাবী’ ক্বারায়াতে আসর, মদিনার ‘মালেক আব্দুল্লাহ’ কুরআনের আসর এবং ইউরোপীয় ইনস্টিটিউটের কুরআন প্রশিক্ষণ কেন্দ্রও এ সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সহযোগিতা করেছে।
বলাবাহুল্য, ‘ক্বারায়াতে কুরআন’ দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উপান্তে ধর্মীয় সূত্রের সহযোগিতায় পবিত্র কুরআন বোঝার ক্ষেত্রে পর্যালোচনার আলোকে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
3007486