IQNA

ঈদ-এ মাবআস উপলক্ষে কুয়েতে আন্তর্জাতিক কুরআন মাহফিল

21:01 - May 13, 2015
সংবাদ: 3299692
আন্তর্জাতিক বিভাগ : এ মাহফিল ((فاستمع لما یوحی)) শিরোনামে মহানবি (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস উপলক্ষে কুয়েতের ‘আস-সাওয়াবের’ অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা : ((فاستمع لما یوحی)) শিরোনামে ৭ম আন্তর্জাতিক কুরআন মাহফিল, মহানবি (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস উপলক্ষে আগামী শুক্রবার ১৫ই মে কুয়েতের ‘আস-সাওয়াবের’ অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘জাফারিয়া’ ইমামবাড়িতে অনুষ্ঠিত এ মাহফিল ৫ বিশিষ্ট ক্বারীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। তারা হলেন; মিসরের আব্দুন নাসের হারাক, ইরাকের মাইসাম তাম্মার, বাহরাইনের মুহাম্মাদ ইয়াসিন হুবাইল এবং কুয়েতের যাইদ সুলাইমান আলী ও আহমাদ হায়দার আস-সালেহ।

এছাড়া এ মাহফিলে শাইখ আব্দুর রাজ্জাক আদ-দাগাগালাহ তাওয়াশীহ পরিবেশন করবেন।

উল্লেখ্য, কুয়েতের আস-সাওয়াবের অঞ্চলের জাফারিয়া ইমামবাড়ির উদ্যোগে এবং আঞ্জুমান-এ আহলে বাইত (আ.) ও ‘আল-বেলায়াহ’ ইসলামিক সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।# 3297574

সূত্র : কুরআন বিষয়ক বার্তা সংস্থা ‘নূন’

captcha