আন্তর্জাতিক বিভাগ: লাফিফ শহরের বিশিষ্ট লেখক, চিন্তাবিদ এবং অনুবাদক মোহাম্মাদ আসাদের নামে এ ইসলামিক সেন্টারের নামকরণ করা হয়েছে। এটাই লাফিফ শহরের প্রথম ইসলামিক সেন্টার।
লাফিফ শহরের অধিকাংশ জনগণই ইহুদী এবং ক্যাথলিক খ্রিস্টান। এ সকল অমুসলিমদের মধ্যে উক্ত ইসলামিক সেন্টারটি একটি শান্তির প্রতীক।
ইউক্রেনের লেখক ও গবেষক মোহাম্মাদ আসাদ এ পর্যন্ত মানবিক, সাংস্কৃতিক, মেধা ও ধর্মীয় বিষয়ক বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। এছাড়াও তিনি আরবি ভাষা থেকে ইংরেজি ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করেছেন।
উক্ত ইসলামিক সেন্টারের কর্মকর্তা ঘোষণা করেছেন: অতি শীঘ্রই এ কেন্দ্রে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের পণ্ডিতদের মধ্যে ধারাবাহিক আলোচনার ব্যবস্থা করা হবে।
3312928