IQNA

শিয়া-সুন্নি ঐক্য: আল-আজহারের ইমামকে ইরানি আলেমের চিঠি

17:26 - August 05, 2015
সংবাদ: 3339468
আন্তর্জাতিক বিভাগ : এ সম্পর্কে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি তার চিঠিতে মিশরের ইমামকে ধন্যবাদ জানিয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে বৃহ্ত্তর ঐক্য প্রতিষ্ঠার জন্য বিশেষজ্ঞ আলেমদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠানের জন্য মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় মসজিদের গ্র্যান্ড ইমাম শেখ আহমাদ আত-তাইয়্যেবকে একটি চিঠি পাঠিয়েছেন ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি।

সম্প্রতি, আল-আজহারের এ ইমাম শিয়া-সুন্নি ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বে বিভিন্ন জায়গায় যে শিয়া হত্যা চলছে তা নিষিদ্ধ করার জন্য সুন্নি আলেমদের উচিত ফতোয়া জারি করা। একই ধরনের ফতোয়া জারি করতে তিনি শিয়া আলেমদের প্রতি আহ্বান জানান। 

এ সম্পর্কে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি তার চিঠিতে মিশরের ইমামকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বিশ্বে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের শীর্ষ পর্যায়ের আলেমদের নিয়ে সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, শিয়া-সুন্নির মাঝে ঐক্য প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা কী তা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। চিঠিতে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি আরো বলেছেন, ইসলামি উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই ঐক্য সম্মেলন।#

সূত্র : আইআরআইবি

captcha