বার্তা সংস্থা ইকনা: সপ্তম জিল হজ তথা ইমাম মুহাম্মাদ বাকের (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোয়েটার খাতামুল আম্বিয়া মসজিদ সহকারে অন্যান্য মসজিদ ও হোসাইনিয়াতে শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে আগামীকাল সোমবার (২১শে সেপ্টেম্বর) স্থানীয় সময় ২১টায় অনুষ্ঠিত হবে। উক্ত শোক মজলিশে পঞ্চম ইমাম তথা ইমাম বাকের (আ.)এর পবিত্র জীবনীর আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ হাশেমী মুসাভী।
বলাবাহুল্য, কোয়েটার আলামদার রোডে খাতামুল আম্বিয়া মসজিদ অবস্থিত। উক্ত মজলিশে অংশগ্রহণ করার জন্য সকল মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
3364704