IQNA

কাবুলে ‘ইমাম বাকের (আ.)এর গুণাবলী’ শীর্ষক সেমিনার

21:03 - September 21, 2015
সংবাদ: 3365986
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল (২০শে সেপ্টেম্বর) ‘ইমাম বাকের (আ.)এর গুণাবলী’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম বাকির (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে  কাবুলের সিরাতুন নুর কেন্দ্রের পক্ষ থেকে ‘ইমাম বাকের (আ.)এর গুণাবলী’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সেমিনার শুরু হয় এবং পরবর্তীতে ইমাম বাকের (আ.)এর ইবাদত, জ্ঞান, কর্ম, চেষ্টা ও ব্যক্তিত্বের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করা হয়।
3365936

captcha