IQNA

হায়দ্রাবাদে ‘কুরআন ও রাসুল (সা.)এর প্রতি ভালোবাসা’ শীর্ষক সম্মেলন

23:21 - October 05, 2015
সংবাদ: 3382031
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের হায়দ্রাবাদ শহরে মিল্লিয়াতুল ইসলামিয়া মসজিদে ৩য় অক্টোবরে ‘কুরআন ও রাসুল (সা.)এর প্রতি ভালোবাসা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের মিল্লিয়াতুল ইসলামিয়া সোসাইটি’র পক্ষ থেকে  ‘কুরআন ও রাসুল (সা.)এর প্রতি ভালোবাসা’ শিরোনামে ৬ষ্ঠতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনের এক পর্যায়ে ইসলামিক লাইনে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাগড়ি পরানো হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
শীর্ষক সম্মেলনে আল্লামা আসগার সাদিক তাহেরী বলেন: যে ব্যক্তি আমার প্রিয় বন্দার প্রতি [হযরত মুহাম্মাদ (সা.)] ভালবাসা প্রদান করবে তার দুনিয়া ও আখিরাত উজ্জলময় হবে।
আমার প্রিয় বান্দার উপর পবিত্র কুরআন নাজিল হয়েছে। কুরআন নিঃসন্দেহে সঠিক এবং আমার প্রিয়’ও নিঃসন্দেহ সঠিক।
বলাবাহুল্য, এ সম্মেলনে আল-সাদাতের ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রেসিডেন্ট, প্রকাশনালয়ের কর্মকর্তা, সুন্নি সম্প্রদায়ের ওলামাগণ উপস্থিত ছিলেন। কুরআনের হাফেজদের সার্টিফিকেট ও মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।
3379080

captcha